Saturday, June 22, 2024

বই পড়ার কিছু উপকারিতাঃ

 বই পড়ার কিছু উপকারিতাঃ


১,আপনি ইমোশনালি  ভালো থাকবেন।


২,আপনার একাকীত্বকে দূর করে দিবে।


৩,আপনি হিংসা বিদ্বেষ ভুলে এক ধরনের নির্মোহ নির্লোভ জীবন কাটাতে পারবেন।


৪,অন্যের প্রতি আপনার সহানুভূতিশীল ও দয়া প্রদর্শন বাড়তে থাকবে। 


৫,আপনাকে দুর্দান্ত স্মার্ট করে তুলবে যা বিশ্বের কোন সেরা ডিজাইন ফ্যাশনার করে তুলতে পারবে না।


৬,আপনি অন্যদের চেয়ে শত ধাপ এগিয়ে থাকবেন। 


৭,আপনি দূরদৃষ্টির অধিকারী হবেন। 


৮,বই পড়ার অভ্যেস আপনার জন্য জ্ঞান বৃদ্ধিকারক হবে।


৯,আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। 


১০,কোন কিছুতে মনোযোগ দেয়ার ক্ষমতা বাড়তে থাকবে।


১১,আপনার ব্রেন সব সময় একটিভ থাকবে।


১২, আপনি গতানুগতিক ধারার বাহিরে গিয়ে সবকিছু নতুন করে ভাবতে পারার যোগ্যতায় অধিষ্ঠিত হবেন।


১৩,আপনার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে।


এ ছাড়াও বই পরার আরো বহু উপকারিতা রয়েছে, আমার উপলব্ধি গুলো আমি উপস্থাপন করলাম। আপনাদেরও যদি বই-পাঠ উপকারিতা নিয়ে নতুন কিছু উপলব্ধি থাকে, বলতে পারেন। অনুরোধ করা গেল!

No comments:

Post a Comment

বই পড়ার কিছু উপকারিতাঃ

  বই পড়ার কিছু উপকারিতাঃ ১,আপনি ইমোশনালি  ভালো থাকবেন। ২,আপনার একাকীত্বকে দূর করে দিবে। ৩,আপনি হিংসা বিদ্বেষ ভুলে এক ধরনের নির্মোহ নির্লোভ ...